দেশজুড়ে

খুলনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা

 

খুলনা বিভাগে করোনায় মৃতের সংখ্যা দিন দিন কমছে। তবে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা গেছেন ২৪ জন। এসময় নতুন করে শনাক্ত হয়েছে আরও ৯১১ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা লাখের কোটা ছাড়ালো।

Advertisement

মৃতদের মধ্যে খুলনায় তিন, বাগেরহাটে দুই, সাতক্ষীরার এক, যশোরের পাঁচ, ঝিনাইদহে দুই, কুষ্টিয়ার ১০ ও চুয়াডাঙ্গায় একজন রয়েছেন।

সোমবার (৯ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত এক লাখ ৪০৫ জন। মারা গেছেন দুই হাজার ৬৮১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৫৫২ জন।

Advertisement

আলমগীর হান্নান/এএইচ/জিকেএস