সংগঠিত মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির অন্যতম প্রভাবশালী গণমাধ্যম মাল্টা টুডে।
Advertisement
ডকুমেন্ট জালিয়াতি করে ১১ জন ব্যক্তিকে মাল্টা থেকে ইতালিতে পাচার করার সময় ওই বাংলাদেশিকে আটক করা হয়। বর্তমানে তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
মালটা টুডেতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, এসব মানুষকে পাচারের বিনিময়ে ওই বাংলাদেশি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। তিনি যে ১১ জনকে পাচারের চেষ্টা করেছিলেন তাদের সবাই ছিলেন বাংলাদেশি।
তাদেরও বিমানবন্দরে থামিয়ে দেয়া হয়। বর্তমানে মানবপাচার ও অর্থ আত্মসাতের বিষয়টি তদন্ত করছে দেশটির অভিবাসন ও অর্থপাচার বিরোধী ইউনিট।
Advertisement
এমআরএম