তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে বিজিএমইএর গবেষণাধর্মী প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপারাল ইন্ডাস্ট্রি (সিইবিএআই) সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও)।রোববার বিজিএমইএ মিলনায়তনে এ চুক্তি সই হয়। প্রশিক্ষণ প্রকল্পে চুক্তি অনুযায়ী আইএলও সাড়ে ৩ লাখ ডলার অর্থায়ন করবে। অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান ও আইএলও’র প্রতিনিধি টোমো পোশিয়েনেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। বিজিএমইএর সভাপতি বলেন, পোশাক কারখানার শ্রমিকদের দক্ষতা বাড়াতে আমরা বেশি কিছু প্রকল্প গ্রহণ করেছি। এর ধারাবাহিকতায় বিজিএমইএ আইএলওর সহযোগিতায় আশুলিয়ায় গবেষণাধর্মী প্রতিষ্ঠান সেন্টার অব এক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপারাল ইন্ডাস্ট্রি স্থাপন করা হয়েছে। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই হচ্ছে পোশাক শ্রমিকদের দক্ষতা বাড়াতে সব ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি পোশাক শিল্পের উন্নয়নে কৌশলগত গবেষণা করবে। এই প্রকল্পে সুইডেন সরকার এইচ অ্যান্ড এম কে সম্পৃক্ত করে অর্থায়ন করেছে। নেদারল্যান্ড ও ডেনমার্কও সিইবিএআই কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।চুক্তি সই অনুষ্ঠানে বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মোহাম্মদ নাছির, ভাইস প্রেসিডেন্ট এম এ মান্নান কচি আইএলও ও সুইডেনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এসআই/জেডএইচ/এমএস
Advertisement