ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় আক্রান্ত ও উপসর্গে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন আক্রান্ত ও আটজন উপসর্গে মারা গেছেন। এ নিয়ে জেলায় মারা গেছে ৪৩৫ জন।
Advertisement
রোববার (৮ আগস্ট) ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত ১৯ জনের মধ্যে ফরিদপুরে ৯, রাজবাড়ী চার, মাদারীপুরে তিন, মাগুরার এক, গোপালগঞ্জ এক এবং শরীয়তপুরের একজন রয়েছেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানায়, ফরিদপুর পিসিআর ল্যাবে শনাক্ত ৭১ জনের মধ্যে আলফাডাঙ্গায় এক, ভাঙ্গায় ছয়, নগরকান্দায় এক, মধুখালীতে আট, সদরপুরে ৯, সালথায় দুই এবং ফরিদপুর সদরে ৪৪ জন রয়েছেন। বাকি তিনজন শনাক্ত হয়েছেন র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।
হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে রোববার সকাল পর্যন্ত চিকিৎসাধীন রোগী সংখ্যা ৩০৫ জন। তাদের মধ্যে শনাক্ত রোগী ২১৯ জন।
Advertisement
এন কে বি নয়ন/এএইচ/জেআইএম