জাতীয়

অস্বীকার করে খুন ও গুমের ঘটনাকে প্রশ্রয় দিচ্ছে সরকার

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নিবার্হী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, খুন ও গুমের ঘটনা তখনি কমবে, যখন সরকার এই ঘটনাগুলোকে স্বীকার করে দায় কাঁধে নেবে। এসব ঘটনা বন্ধে একটি সক্রিয় প্রচেষ্টা থাকা দরকার। রাষ্ট্রীয়ভাবে অস্বীকার সংস্কৃতি খুন ও গুমের ঘটনাকে প্রশ্রয় দিচ্ছে।রোববার দুপুরে সাভারের খাগান এলাকায় ব্র্যাক সিডিএম সেন্টারে তিনদিন ব্যাপি আয়োজিত মানবাধিকার সম্মেলনের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, যখনি এই রকম (খুন-গুম) ঘটনা ঘটছে, তখনি দুর্ভাগ্য হলেও সত্য রাষ্ট্রপক্ষ থেকে বলা হচ্ছে এমন ঘটনা ঘটেনি। এটি অপরাধকে প্রশ্রয় দিচ্ছে। কোনো অপরাধ নির্মূল করতে হলে প্রথমে এটি মেনে নিতে হয়। তাহলে সেটি নির্মূল করা যায়। দেশের মানুষ যখন সচেতন হবে, মানবাধিকার কর্মীরা যখন এর শেষ চাইবে, তখন সরকারকে কোনো না কোনো সময় এর জবাবদিহিতা করতে বাধ্য হতে হবে।সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন- আইন ও সালিশ কেন্দ্রের উপ-পরিচালক সানাইয়া আনছারি, জ্যাষ্ঠ উপ-পরিচারলক গীতা চক্রবর্তী প্রমুখ।উল্লেখ্য, তিনদিন ব্যাপি এ মানবাধিকার সম্মেলনে বাংলাদেশের ১৬টি জেলার আড়াই’শ নারী ও পুরুষ মানবাধিকার কর্মী অংশ গ্রহণ করেন।আল-মামুন/আরএস/এমএস

Advertisement