দেশজুড়ে

টিকা নেয়ার পরও তালতলীর ইউএনও করোনায় আক্রান্ত

টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেয়ার পরও বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওছার হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

রোববার (৮ আগস্ট) দুপুরে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. ফয়জুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (৭ আগস্ট) তিনি নমুনা জমা দেন। রোববার ১০টার দিকে পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

এ বিষয়ে ইউএনও কাওছার হোসেন জানান, ৪ আগস্ট অসুস্থ বোধ করেন তিনি। তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে শনিবার তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। তার হালকা জ্বর, মাথাব্যথা ও গলা ব্যথা আছে।

Advertisement

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আ. মোনায়েম বলেন, ‘ইউএনও চলতি বছরের ১৬ ফেব্রুয়ারির করোনা টিকার প্রথম ডোজ নেন। এরপর ১৭ এপ্রিল দ্বিতীয় ডোজ নেন। রোববার নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।’

এসজে/এমএস