দেশজুড়ে

করোনা : ছেলের মৃত্যুর ১৩ দিন পর না ফেরার দেশে মাও

কুমিল্লার বরুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ছেলের মৃত্যুর ১৩ দিন পর মারা গেলেন মাও। তাদের সেবা করতে গিয়ে পরিবারের আরও তিন সদস্য আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

স্থানীয়রা জানান, ২৬ জুলাই আমেনা বেগমের ছেলে সাহাবুউদ্দিন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ছেলের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ছেলে মারা যাওয়ার ১৩ দিনের মাথায় করোনা আক্রান্ত হয়ে শনিবার (৭ আগস্ট) দুপুরে মারা যান মা আমেনা বেগমও।

এদিকে আমানে বেগমের মরদেহ দাফনে কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে ছুটে আসে বরুড়া গাউছিয়া কমিটির মানবিক টিম।

এ বিষয়ে মানবিক টিমের প্রধান আবদুল হান্নান জাগো নিউজকে বলেন, ‘স্থানীয়রা ফোনের বিষয়টি আমাদের অবগত করলে ছয় সদস্যের একটি টিম গিয়ে আমেনা বেগমের লাশ দাফন সম্পন্ন করি। এলাকাবাসী কেউ আমেনা বেগমকে মাটি দিতেও এগিয়ে আসেনি। যে বিষয়টি আমাকে কাঁদিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক।’

Advertisement

রোববার (৮ আগস্ট) উপজেলার আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর উল্লাহ চৌধুরী বলেন, ‘শনিবার (৭ আগস্ট) দুপুরে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমেনা বেগম মারা যান। ছেলের সাহাবুউদ্দিনের মৃত্যুর ১৩ দিনের মাথায় মায়ের মৃত্যুর খবর আমাদের ব্যথিত করেছে। বর্তমানে তার দুই মেয়ে এবং তার পুত্রবধূ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

জাহিদ পাটোয়ারী/এসজে/এমএস