চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ ছয়জনের মৃত্যু হয়।
Advertisement
রোববার (৮ আগস্ট) দুপুর ২টা থেকে আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনা বিষয়ক ফোকাল পারসন ডাক্তার মো. সুজাউদ্দৌলা রুবেল।
করোনায় মারা গেছেন, আ. সাত্তার (৬৫)। এছাড়া উপসর্গে সেলিনা বেগম (৪৫), মমতাজ বেগম (৮০), হাজি ফজলুল হক (৫৮), আ. সালাম, (৫৭), নজরুল ইসলাম (৫২), চান মিয়া (৮০) মারা গেছেন। এছাড়া ৫৯৯ জনের নমুনা পরিক্ষায় শনাক্ত হয়েছে আরও ১৯৯ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, শনিবার পর্যন্ত করোনা আক্রান্ত মারা গেছেন ১৯৩ জন।
Advertisement
নজরুল ইসলাম আতিক/এএইচ/জেআইএম