পটুয়াখালীর ষাটোর্ধ্ব আব্দুল জব্বার খান। নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি শপিংমলে। তার ইচ্ছা ছিল জীবনে একবার হলেও বিমানে ওঠার। কিন্তু অভাবের সংসারে সেই ইচ্ছা অপূর্ণই রয়ে যায়। খবর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করেন সৌরভ ইমাম। অপূর্ণ ইচ্ছাপূরণ করতে বিমানে আব্দুল জব্বারকে কক্সবাজার ঘুরিয়ে আনেন সৌরভ। নিজের অপূর্ণ ইচ্ছাপূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই ব্যাপক উৎফুল্ল হন আব্দুল জাব্বার।
Advertisement
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এক সন্তানের জনক নুর হোসেনের ইচ্ছা ছিল একটি দামি রেস্তোরাঁয় খাবার খাওয়ার। নুর হোসেনের সাথে যোগাযোগ করে তাকে প্যান প্যাসিফিক সোনাগাঁওয়ের মত ফাইভ স্টার হোটেলে দুপুরের খাবার খাইয়েছেন ইচ্ছাপূরণের এই ফেরিওয়ালা।
এছাড়া কুমিল্লার দেবীদ্বার থানার আব্দুল মান্নান একটি সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করতেন। মহামারির এ সময় ফ্যাক্টরিতে কাজ কম থাকায় চাকরি হারান তিনি। পরে নানা জায়গায় যোগাযোগ করেও চাকরি পাচ্ছিলেন না। দুই সন্তানের জনক আব্দুল মান্নান চাকরি হারিয়ে অনেকটা দিশেহারা হয়ে পড়েছিলেন। খবর পেয়ে তার পাশে দাঁড়ান সৌরভ ইমাম। সিদ্ধিরগঞ্জের একটি ডিপার্টমেন্টাল স্টোরে তার চাকরির ব্যবস্থা করেন।
এর আগে বিভিন্ন সময় পথশিশুদের পাশে থেকেছেন সৌরভ। ভালোবাসা দিবসে পথশিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান করার পরিকল্পনাও আছে তার। অনেক পথশিশু এবং গরিব শ্রমিকদের লেখাপড়ার খরচ দিয়েছেন। ইচ্ছা পূরণের এমন ব্যতিক্রম আইডিয়া মানুষের প্রতি ভালোবাসা থেকেই এসেছে বলে জানান সৌরভ ইমাম।
Advertisement
তিনি মনে করেন, পিছিয়ে পড়া মানুষের অনেক ইচ্ছাই অপূর্ণ থাকে। সামর্থবান লোকজন এগিয়ে এলে আমাদের আশেপাশের অনেক পিছিয়ে মানুষের ইচ্ছা পূরণ করা সম্ভব। ভবিষ্যতে নিজের সামর্থ অনুযায়ী ইচ্ছা পূরণের এমন কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান সৌরভ। পাশাপাশি সচেতনতামূলক এবং ফানি ভিডিও নির্মাণ করবেন।
এছাড়া ভ্রমণ নিয়ে তার একাধিক কনটেন্ট মানুষ দারুণভাবে গ্রহণ করেছে। ইংল্যান্ড, নিউজিল্যান্ডসহ তিনটি মহাদেশের একাধিক দেশ ভ্রমণ করে ভিডিওগুলো নির্মাণ করেছেন তিনি। সামনের দিনগুলোয় সময় পেলে ভিন্ন ভিন্ন দেশে গিয়ে আরও কনটেন্ট নির্মাণের পরিকল্পনা আছে তার।
একটি বেসরকারি টেলিভিশনে সাংবাদিকতার পাশাপাশি মঞ্চে উপস্থাপনা করছেন সৌরভ ইমাম। এছাড়া ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন (মানবিক, ফানি ও সচেতনতামূলক ভিডিও) কনটেন্ট তৈরি করেন। তার একাধিক কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ‘ইচ্ছে পূরণ’ সিরিজের পাশাপাশি তার একাধিক ফানি ভিডিও ভাইরাল হয়েছে।
করোনার সময় সচেতনতামূলক অনেক ভিডিও নির্মাণ করেছেন সৌরভ ইমাম। এসব ভিডিওতে ক্রিকেট তারকা থেকে শুরু করে বিনোদন জগতের অনেক তারকাও পাশে ছিলেন সৌরভের। সময়-সুযোগ পেলে ভবিষ্যতে আরও কাজ করার ইচ্ছা আছে তার। মানুষের মুখে হাসি ফোটানোই তার লক্ষ্য।
Advertisement
এক সময়ে টিভি নাটকে অভিনয় করতেন সৌরভ। পরে অভিনয় ছেড়ে সাংবাদিকতায় আসেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শখের বশে অভিনয় করতাম। অভিনয় ছাড়লেও উপস্থাপনা করছি নিয়মিত। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও নির্মাণ করছি।’
তিনি বলেন, ‘এ মাধ্যম অনেক শক্তিশালী। তবে সমাজের মানুষের জন্য কাজ করার আগ্রহ ছিল আমার। পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতেই সাংবাদিকতায় এসেছি। যতদিন সামর্থ থাকবে মানুষের জন্য ভালো কাজ করতে চাই।’
এসইউ/জিকেএস