দেশজুড়ে

নোয়াখালীতে করোনায় মৃত্যু ২০০ ছাড়াল

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। তারা জেলার হাতিয়া, চাটখিল ও সেনবাগের বাসিন্দা ছিলেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৩ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৮৮ জন।

Advertisement

রোববার (৮ আগস্ট) সকালে জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৪৬ জন, সুবর্ণচরের দুইজন, হাতিয়ার একজন, বেগমগঞ্জের ২৫ জন, সোনাইমুড়ির ৫৮ জন, চাটখিলের ১৯ জন, সেনবাগের ৩২ জন, কোম্পানীগঞ্জের দুইজন এবং কবিরহাটের তিনজন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৫ জন। বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ৯৩ জন।

Advertisement

ইকবাল হোসেন মজনু/এফআর/এএএইচ/জিকেএস