দেশজুড়ে

খুলনায় মৃত্যু কমেছে, দুই হাসপাতালে দুইজন

খুলনার দুই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৩৮ জন।

Advertisement

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে করোনায় একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন খুলনার খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকার নাহিদ সুলতানা (৪২)। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৫ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বাগেরহাটের চিতলমারীর শাহীদা এলাকার নূরজাহান (৫৫) নামে একজন মারা গেছেন। বেসরকারি এ হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪৮ জন। আইসিইউতে রয়েছেন চারজন।

এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১৩৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে খুলনার ১০০, বাগেরহাটের ৩৪, যশোরের দুইজন, সাতক্ষীরায় একজন এবং নড়াইলের একজন রয়েছেন।

Advertisement

আলমগীর হান্নান/বিএ/এমকেএইচ