বরাবরই ব্যতিক্রম গল্প আর নির্মাণে দর্শকদের মুগ্ধ করেন রেজানুর রহমান। বিশেষ দিনগুলোতে তাই বিশেষ অপেক্ষা থাকে এই নির্মাতার নাটক কিংবা টেলিছবির জন্য। সে ভাবনা থেকেই আসন্ন বিজয় দিবসেও দর্শকদের জন্য বিনোদন নিয়ে আসছেন তিনি। স্বাধীনতার ৪৪ বছর পূর্তিতে একজন মুক্তিযোদ্ধাকে সম্মান জানানোর গল্প নিয়ে রেজানুর রহমান নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধের বিশেষ টেলিছবি ‘সোবহান সাহেবের সংবর্ধনা’। টেলিছবিটির গল্পে দেখা যাবে বিশিষ্ট মুক্তিযোদ্ধা সোবহান হায়দারকে সংবর্ধনা জ্ঞাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৬ ডিসেম্বর বিকেলে সৈয়দপুর বাংলা হাইস্কুল মাঠে তাকে সংবর্ধণা দেয়া হবে। ৬ ডিসেম্বর হঠাৎ খবর আসে এলাকার কুখ্যাত ডাকাত ও যুদ্ধাপরাধী জলিল রাজাকার পুলিশের হেফাজতে থাকা অবস্থায় পালিয়ে গেছে। জলিল রাজাকারকে রংপুর কারাগার থেকে দিনাজপুর কারাগারে নেয়া হচ্ছিলো। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে মূল দায়িত্বে ছিলেন সোবহান সাহেবের ছেলে পুলিশ ইন্সপেক্টর সোহেল হায়দার। সতর্ক প্রহরা সত্ত্বেও জলিল রাজাকার পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়। চারপাশে রটে যায়- যে সময় মুক্তিযোদ্ধা বাবা সংবর্ধণা পেতে যাচ্ছেন সেই সময়ে যুদ্ধাপরাধী একজন ঘৃণ্য রাজাকারকে পালিয়ে যেতে সহায়তা করেছে সেই মুক্তিযোদ্ধারই ছেলে! গল্পে আসে মোড়। নানান রহস্য দানা বেধে ওঠে। সমসাময়িক ঘটনার প্রেক্ষাপটে রুদ্ধশ্বাসপূর্ণ কাহিনির এই টেলিছবিটিতে অভিনয় করেছেন ডি এ তায়েব, সুমনা সোমা, হাফিজুর রহমান সুরুজ, জিয়াউল হাসান কিসলু, মাহবুবা রেজানুর, সুকর্ন হাসানসহ থিয়েটার সৈয়দপুরের শতাধিক নাট্যকর্মী। ১৮ ডিসেম্বর বিকেল ৩টা ৫ মিনিট চ্যানেল আইতে টেলিছবিটি প্রচার হবে বলে নিশ্চিত করেছেন রেজানুর রহমান। এলএ
Advertisement