ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
Advertisement
রোববার (৮ আগস্ট) মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।
তিনি বলেন, আইসিইউতে ১৭ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪৫৯ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।
জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে এক হাজার ২৩৫টি নমুনা পরীক্ষা করে ২২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
Advertisement
মঞ্জুরুল ইসলাম/বিএ/জিকেএস