দেশজুড়ে

করোনা : চুয়াডাঙ্গায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৮

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ছয়জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে তিনজন। এছাড়া নতুন করে আরও ৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

Advertisement

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, সদর হাসপাতালের রেডজোনে দুইজন ও জেলার বাইরে একজন মারা গেছেন। আর করোনার উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদ জোনে মারা গেছেন তিনজন।

তিনি বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৬ জন, আলমডাঙ্গা উপজেলার ছয়জন, দামুড়হুদার ছয়জন ও জীবননগরের আটজন রয়েছেন।

জেলা স্বাস্থ্যবিভাগের তথ্য অনুযায়ী, জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬ জনে। মোট আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৩১৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৪১৭ জন।

Advertisement

সালাউদ্দীন কাজল/বিএ/জিকেএস