দেশজুড়ে

আখাউড়ায় আ.লীগের বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

দলীয় সিদ্ধান্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ বোরহান উদ্দিন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি তার মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নেন।জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিন আল মামুন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুপুর পর্যন্ত শুধুমাত্র শেখ বোরহান উদ্দিন তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে।এ ব্যাপারে মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থী শেখ বোরহান উদ্দিন জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমার শ্রদ্ধা ও আস্থা অবিচল। তাই আমি আমার দলীয় নেতৃবৃন্দ ও দলীয় প্রতীক নৌকার প্রতি সম্মান প্রদর্শন করে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। পাশাপাশি দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আমি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য নয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে প্রথমে দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হলেও আপিল করে একজন কাউন্সিল প্রার্থী তার প্রার্থীতা ফেরত পান।আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর

Advertisement