খেলাধুলা

উইকেট স্লথ, ১০৫ করাও সহজ হবে না অসিদের

প্রথম ম্যাচে ১৩১ করে ২৩ রানে জয়। তৃতীয় ম্যাচে ১২৭ রানের পুজি নিয়ে ১০ রানে জিতে সিরিজ নিশ্চিত। আর আজ শনিবার চতুর্থ ম্যাচে আবার আগে ব্যাট করে ১০৪ রানে থামলো বাংলাদেশ।

Advertisement

ইতিহাস জানাচ্ছে গত ৫ বছরে এটাই টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের সবচেয়ে কম রান। প্রিয় দলের স্কোর এত কম দেখে হতাশ ভক্ত ও সমর্থকরা। তবে সেই হতাশার মাঝেত আশার খবরও আছে।

এ সিরিজে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া ১২১-এর বেশি করতে পারেনি। আগের তিন ম্যাচে অসিদের স্কোর ১০৮, ১২১ এবং ১১৭। আজ ম্যাথ্যু ওয়েড বাহিনীর টার্গেট ১০৫। সেটা কি খুব সহজ হবে?

আজকের উইকেট কিন্তু আগের তিন ম্যাচের চেয়ে আরও স্লো। বল এসেছে অনেক দেরিতে। থেমে থেমে। চতুর্থ ম্যাচের পিচ আরও স্লথ ও মন্থর হতে পারে তা বুঝে অস্ট্রেলিয়ানরাও স্পিনারদের বেশি ব্যবহার করেছে। অ্যাস্টন টার্নার, মিচেল সোয়েপসন আর অ্যাস্টন অ্যাগার- তিন স্পিনারই কোটা পূর্ণ করে বল করেছেন। এবং এই তিন স্পিনারের ১২ ওভারে গড়পড়তা ৫ রানও ওঠেনি। তারা ১২ ওভারে দিয়েছেন মোটে ৫৭ রান। অফস্পিনার অ্যাস্টন টার্নারের ৪ ওভারে বিনা উইকেটে দিয়েছেন ২২ রান।

Advertisement

সবচেয়ে ভাল বোলিং করেছেন এ সিরিজের প্রথমবার খেলা মিচেল সোয়েপসন। এডাম জাম্পার বদলে দলে আসা এ লেগস্পিনার ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। তার এক ওভারে পরপরই দুই বলে লেগবিফোর উইকেটের ফাঁদে জড়িয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ (০) আর নুরুল হাসান সোহান। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ উইকেট শিকারী এ লেগি। বাংলাদেশের টপ স্কোরার নাইম শেখও সোয়েপসনের বলেই ৩৬ বলে ২৮ রানে সাজঘরে ফিরেছেন।

ব্যাটসম্যানদের মধ্যে যিনি সবচেয়ে আস্থা, আত্মবিশ্বাস নিয়ে স্বচ্ছন্দে খেলেছেন, সেই আফিফ হোসেন ধ্রুবকে ফিরিয়ে দিয়েছেন বাঁ-হাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার। ১৭ বলে ২০ করা আফিফ শেষ পর্যন্ত অ্যাস্টন অ্যাগারের বলে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়েছেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে।

শুধু স্পিনারদের কথা বলা কেন, এ ম্যাচে অসি পেসাররাও সিরিজের আগের তিন ম্যাচের তুলনায় ভাল বল করেছেন। আগের ম্যাচ বাইরে থেকে আজ আবার দলে ঢোকা পেসার এন্ড্রু টাইও তিন উইকেট (১৮ রানে) দখল করেছেন। আর সব ম্যাচে ধারাবাহিকভাবে নিয়ন্ত্রিত ও সমীহ জাগানো হ্যাজেলউডের ঝুলিতে জমা পড়েছে ২ উইকেট।

যদিও পুরো সিরিজে ধারাবাহিকভাবে দারুণ বোলিং করেছেন মোস্তাফিজ এবং শরিফুল। তারপরও এ ম্যাচে উইকেট বেশি স্লো। তাই আজ বাংলাদেশও নির্ঘাত তাকিয়ে স্পিনারদের দিকে। দেখা যাক সাকিব-নাসুমের কেউ লেগি সোয়েপসনের ভূমিকা নিতে পারেন কি না?

Advertisement

এআরবি/আইএইচএস/এএসএম