দেশজুড়ে

করোনা : কুমিল্লায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৬

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৪৬ জনের।

Advertisement

শনিবার (৭ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এদের মধ্যে চান্দিনা, চৌদ্দগ্রাম, দাউদকান্দি, বরুড়া ও মনোহরগঞ্জ উপজেলায় একজন করে মারা গেছেন। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৯১ জনে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় এক হাজার ২৭২ জনের নমুনা পরীক্ষায় ৩৪৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩ হাজার ৬৯৬ জনে। আক্রান্তের হার ২৭ দশমিক ২ শতাংশ।

Advertisement

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৯৭ জন, আদর্শ সদরের আটজন, সদর দক্ষিণের একজন, বুড়িচংয়ের আটজন, চান্দিনার আটজন, চৌদ্দগ্রামের ৪১ জন, দেবীদ্বারের পাঁচজন, দাউদকান্দির দুইজন, লাকসামের ১১জন, লালমাইয়ের ১৫জন, নাঙ্গলকোটের একজন, বরুড়ার ৪৪ জন, মুরাদনগর উপজেলার পাঁচজন রয়েছেন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম