দেশজুড়ে

চাঁদপুর আরও ৮ জনের মৃত্যু

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্তে তিনজন ও বাকি পাঁচজন উপসর্গে মারা যান।

Advertisement

শনিবার (৭ আগস্ট) দুপুর ২টা থেকে পূর্বের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন, মিসেস আনোয়ারা বেগম (৬৫), খলিলুর রহমান (৫৪) ও কলমতর খান (৭০)। এছাড়া উপসর্গে মৃতরা হলেন, শেফালী (৬০), আমেনা বেগম (৮০), ফজিলাতুন্নেসা (৭০), জুলেখা বেগম (৬৫) ও অনু মিয়া পাটোয়ারী (৮০)।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, শুক্রবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯০ জন। যার মধ্যে চাঁদপুর সদরে ৭৩, ফরিদগঞ্জে ২৮, মতলব দক্ষিণে ১২, শাহরাস্তিতে ২৫, হাজিগঞ্জে ২৫, হাইমচরে ৪, মতলব উত্তরে ১৩ ও কচুয়ায় ১০ জন রয়েছেন।

Advertisement

নজরুল ইসলাম আতিক/এএইচ/এএসএম