দেশজুড়ে

যশোরে প্রাণ গেল আরও ১১ জনের

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে মারা গেছেন ১১ জন। তাদেমধ্যে আক্রান্ত হয়ে ১০ ও উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। এ সময়ে পজিটিভি হয়েছেন আরও ১১৫ জন।

Advertisement

শনিবার (৭ আগস্ট) যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৪০৩ জনের নমুনা পরীক্ষায় ১১৫ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে যবিপ্রবির জিনোম সেন্টারে ৪০০ জনের নমুনা পরীক্ষা করেই এ ১১৫ জন শনাক্ত হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজে তিনজনের নমুনা পরীক্ষা করা হলেও কোনো পজিটিভ রোগী পাওয়া যায়নি। এছাড়া জিন অ্যাক্সপার্টের মাধ্যমে ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, যশোর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৯ এবং উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ১১০ জন। এর মধ্যে রেড জোনে ৯০ এবং ইয়েলো জোনে ২০ রোগী রয়েছেন।

মিলন রহমান/এএইচ/এমকেএইচ

Advertisement