দেশজুড়ে

রাজবাড়ীতে নারীকে একসঙ্গে দুই ডোজ টিকা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইসমত আরা (৩১) নামে এক নারীকে একসঙ্গে দুই ডোজ টিকা দেয়া হয়েছে।

Advertisement

শনিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি দাখিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

টিকা গ্রহিতার স্বামী নাহিদুল হক স্বপন জানান, পাটকিয়াবাড়ি দাখিল মাদরাসা টিকাকেন্দ্রে কোনো শৃঙ্খলা নেই। একসঙ্গে অনেককে বসিয়ে টিকা দেয়া হচ্ছে। সকালে তার স্ত্রী টিকা নিতে গেলে স্বাস্থ্যকর্মী তার বাম হাতে টিকা দেয়। টিকা দেয়া শেষে তার স্ত্রী টিকা দেয়ার স্থান অন্য হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। সে সময় আরেক স্বাস্থ্যকর্মী এসে ডান হাতে টিকা দেন। এখন তিনি তার স্ত্রীকে নিয়ে চিন্তায় রয়েছেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার বলেন, ভুলবশত এক নারীকে দুই ডোজ টিকা দেয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনার পর থেকে ওই নারীর স্বাস্থ্যগত খোঁজখবর রাখা হচ্ছে। তিনি এখন পর্যন্ত ভালো আছেন। ভিড় বেশির কারণে এটা হয়েছে।

Advertisement

রুবেলুর রহমান/এএইচ/এমকেএইচ