আন্তর্জাতিক

ইংল্যান্ডে টিকা নিয়েও হাসপাতালে বহু মানুষ

ইংল্যান্ডে টিকার দুই ডোজ নিয়েও ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে শত শত মানুষকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। শুক্রবার দেশটির বিশেষজ্ঞরা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) কোভিড-১৯ সম্পর্কে সর্বশেষ তথ্যে সতর্ক করেছে যে, যারা টিকা নিয়েছেন তাদের মাধ্যমেও ডেল্টার সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

Advertisement

গত ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ১ হাজার ৪৬৭ জন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের মধ্যে ৫৫ দশমিক ১ শতাংশ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। এরা ভ্যাকসিন নেননি। অপরদিকে ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন এমন ৫১২ জনের মধ্যে ৩৪ দশমিক ৯ শতাংশ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

যুক্তরাজ্যে অ্যাস্ট্রাজেনেকা, মডার্না এবং ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে। এখন পর্যন্ত দেশটির ৭৫ শতাংশ মানুষ ভ্যাকসিনের দুই ডোজ পেয়েছেন।

যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সির প্রধান জেনি হ্যারিস বলেন, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আমাদের এটা বুঝিয়ে দিচ্ছে যে, যত দ্রুত সম্ভব আরও বেশি মানুষের ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করা কতটা জরুরি।

Advertisement

এক বিবৃতিতে হ্যারিস বলেন, কোভিড সংক্রমণের কারণে মারাত্মক রোগের ঝুঁকি তৈরি হয়। এগুলো থেকে আমাদের নিজেদের এবং প্রিয়জনকে নিরাপদ রাখার ক্ষেত্রে ভ্যাকসিন হচ্ছে সর্বোত্তম পন্থা। তিনি আরও বলেন, তবে আমাদের এটা মনে রাখা উচিত যে, ভ্যাকসিন সব ঝুঁকি দূর করতে পারবে না। ভ্যাকসিন নেয়ার পরেও কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং ভ্যাকসিন নেয়া ব্যক্তি থেকে অন্যদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

করোনার এখন পর্যন্ত সবচেয়ে সংক্রামক ভ্যারিয়েন্ট হচ্ছে ডেল্টা। সর্বপ্রথম এটি ভারতে শনাক্ত হওয়ায় ভারতীয় ধরন হিসেবেও পরিচিত। গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন আশঙ্কা প্রকাশ করে জানায়, ভ্যাকসিন নেয়া লোকজনও ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে। কিন্তু অন্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এমনটা হয় না।

তবে ভ্যাকসিন জটিল রোগ থেকে সুরক্ষা দেয় এবং ডেল্টা সংক্রমণে মৃত্যুর ঝুঁকি কমায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে যারা ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন তাদের দেহে সুরক্ষা নিশ্চিত হয়।

পিএইচএ জানিয়েছে, প্রাথমিক কিছু রিপোর্টে দেখা গেছে, ডেল্টায় আক্রান্ত হয়েছেন এমন লোকজন যারা ইতোমধ্যেই ভ্যাকসিন নিয়েছেন তারা ভ্যাকসিন নেয়নি এমন লোকজনের মতোই ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে। যদিও এ বিষয়ে এখনও বিস্তারিত গবেষণা হয়নি।

Advertisement

শুধু যুক্তরাজ্যেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেই ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমণে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া আক্রান্তের সংখ্যা ৬০ লাখের বেশি। দেশটিতে নতুন সংক্রমণের ৯৯ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্ট।

টিটিএন/এমকেএইচ