নোয়াখালাীতে ১৭ হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ১৬৪ জনসহ এখন জেলায় মোট করোনা রোগী ১৭ হাজার ১৪১। এর মধ্যে মারা গেছেন ১৯৯ জন।
Advertisement
শুক্রবার (৬ আগস্ট) রাতে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জেলায় এক লাখ ১৭ হাজার ৫৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ৩৭ শতাংশ।
এদিকে নতুন শনাক্ত ১৬৪ জনের মধ্যে নোয়াখালী সদরের ১৮, সুবর্ণচরের সাতজন, সোনাইমুড়ির ৪৪ জন, চাটখিলের ২৪ জন, সেনবাগের ২৭ জন, কোম্পানীগঞ্জের ৩১ জন ও কবিরহাটের ১৩ জন।
Advertisement
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩২ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১১ হাজার ৪৯২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৭ দশমিক ০৪ শতাংশ।
এদিকে জেলায় বর্তমানে আইসোলেশনে আছেন পাঁচ হাজার ৪৫০ জন। এরমধ্যে কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ৮৩ জন।
অন্যদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি জানান, লকডাউন অমান্য করায় শুক্রবার (৬ আগস্ট) জেলায় ৪৭ জনকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ইকবাল হোসেন মজনু/জেএইচ/জিকেএস
Advertisement