দেশজুড়ে

সাতক্ষীরায় জামায়াতের সাত কর্মীসহ গ্রেফতার ২৩

সাতক্ষীরায় যৌথ অভিযানে জামায়াতের সাত কর্মীসহ ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের সাতজন ও বিভিন্ন মামলার ১৬ জন আসামি রয়েছেন।জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক জাগো নিউজকে জানান, র্যাব, পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে সদর থানায় ১০ জন, কলারোয়ায় তিনজন, তালায় একজন, কালিগঞ্জে তিনজন, শ্যামনগরে দুইজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। এমজেড/পিআর

Advertisement