করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন মারা গেছেন। শুক্রবার (৬ আগস্ট) রাতে ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Advertisement
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে বুধবার (৪ আগস্ট) তাকে আইসিইউতে নেয়া হয়। এর আগে গত ২৯ জুলাই নিজের ফেসবুক প্রোফাইলে কোভিড আক্রান্তের কথা জানান অধ্যাপক ড. গাজী সালেহ।
অধ্যাপক গাজী সালেহ চবির সমাজতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক। তিনি সমাজবিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
Advertisement
রোকনুজ্জামান/এসআর/এএসএম