দেশজুড়ে

করোনা : কুমিল্লায় মারা গেলেন আরও ১৪ জন

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫৬৩ জনের।

Advertisement

শুক্রবার (৬ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃতদের মধ্যে চান্দিনা ও বরুড়ায় তিনজন করেন এবং কুমিল্লা সিটি করপোরেশন, ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম, দাউদকান্দি, লালমাই, নাঙ্গলকোট, মুরাদনগর ও মনোহরগঞ্জ উপজেলায় একজন করে মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৮৬জনে।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৬৩ জনের করোনা শনাক্ত করা হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩ হাজার ৩৫০ জনে। আক্রান্তের হার ৩২ শতাংশ।

Advertisement

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৬৩ জন, আদর্শ সদরের একজন, সদর দক্ষিণের সাতজন, বুড়িচংয়ের ৫৮ জন, ব্রাহ্মণপাড়ার ২৪ জন, চান্দিনার ১০ জন, চৌদ্দগ্রামের ১৯ জন, দেবীদ্বারের ১৫ জন, দাউদকান্দির ৩২ জন, লাকসামের ছয়জন, লালমাইয়ের ২২ জন, নাঙ্গলকোটের ৫৫ জন, বরুড়ার ১৯ জন, মনোহরগঞ্জের ১৮, মুরাদনগরের ৮২ জন, মেঘনার ১৮ জন ও তিতাসের ১৪ জন রয়েছেন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম