আইন-আদালত

রোববার থেকে চলবে আপিল বিভাগ

করোনাভাইরাসের সংক্রমণরোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আগামী রোববার (৮ আগস্ট) থেকে ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রম।

Advertisement

শনিবার (৭ আগস্ট) দুপুর ১২টার মধ্যে আপিল বিভাগের কার্যতালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে ৫ জুলাই ফুলকোর্ট সভায় ৮ আগস্ট থেকে আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন আপিল বিভাগের রেজিস্ট্রার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে ৮ আগস্ট থেকে পরিচালিত হবে। আপিল বিভাগের এক নম্বর কোর্টের কার্যতালিকা (কজলিস্ট) শনিবার দুপুর ১২টার মধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যথারীতি পাওয়া যাবে।

Advertisement

এছাড়া বিধিনিষেধ শিথিল করা হলে আগামী ১৬ আগস্ট থেকে হাইকোর্টের সবগুলো বেঞ্চ ভার্চুয়ালি খুলে দেয়াসহ আগামী ৮ আগস্ট থেকে বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের বেঞ্চ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।

এফএইচ/এমআরআর/জেআইএম

Advertisement