দেশজুড়ে

নোয়াখালীর ২৯১ কেন্দ্রে মিলবে করোনার টিকা

আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত সারা দেশে গণটিকার কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা থাকলেও এ সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আপাতত কেবল শনিবার (৭ আগস্ট) একদিন চলবে এ কার্যক্রম।

Advertisement

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নোয়াখালী জেলায় ৯১ ইউনিয়নে ২৭৩টি এবং নোয়াখালী পৌরসভা ও চৌমুহনী পৌরসভায় ১৮টি কেন্দ্রে ৫৮ হাজার ২০০ জনকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেয়া হবে। প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ থাকবে। প্রতি বুথে পাঁচজন করে মোট এক হাজার ৪৫৫ জন স্বাস্থ্যকর্মী এ কর্মসূচি বাস্তবায়ন করবে।

নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বলেন, জেলায় ৮৩ হাজার টিকা মজুদ রয়েছে। এছাড়াও আগের মতো টিকাদান অব্যাহত থাকবে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম

Advertisement