দেশজুড়ে

খুলনা বিভাগে আরও ৩৬ জনের প্রাণ গেল করোনায়

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫৯০ জনে।

Advertisement

একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ৭৬১ জন। এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) বিভাগে ৩৪ জনের মৃত্যু ও ৮১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।

শুক্রবার (৬ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এতথ্য নিশ্চিত করেছে।

সূত্রমতে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় নয়জন, ঝিনাইদহে ছয়জন, যশোরে পাঁচজন, মেহেরপুরে চারজন এবং বাগেরহাট ও নড়াইলে একজন করে মারা গেছেন।

Advertisement

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ৪৫৪ জন। সুস্থ হয়েছেন ৭৬ হাজার ৩৫৪ জন।

আলমগীর হান্নান/এসআর/জেআইএম