খেলাধুলা

বিকেলে ভারতের মুখোমুখি বাংলাদেশ

নারী ফুটবলে প্রতিপক্ষ ভারত মানেই যেন নির্ঘাত বাংলাদেশের হার। এটাই যেন নির্মম বাস্তবতা। দুই দেশের নারী ফুটবলে ঐতিহ্য আর চর্চা ভারতকেই এগিয়ে রাখে। তবে মাসখানেক আগে ঢাকায় অনুষ্ঠিত এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে এ ধারনা অনেকটাই বদলে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। ভাল খেলেও রেফারির পক্ষপাতিত্ব সে দিন বাংলাদেশকে হারতে বাধ্য করেছিল। একটি পেনাল্টি, একটি লাল কার্ড-বাংলাদেশের বিপক্ষে দেওয়া রেফারি দু’টি সিদ্ধান্তই ছিল বিতর্কিত, সমালোচিত। দুর্দান্ত লড়াইয়ের পর ১-২ গোলে হেরে কান্নায় ভেঙ্গে পড়েছিল বাংলাদেশের তরুণী ফুটবলাররা। অনুজদের সেই অপ্রত্যাশিত হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ সুইনু-সাবিনাদের সামনে। পাকিস্তানের ইসলামাবাদে শনিবার বিকেল সাড়ে তিনটায় ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে। অন্যদিকে ভারত হারিয়েছে মালদ্বীপকে। শনিবার জয় মানেই সেমিফাইনাল নিশ্চিত বিজয়ী দলের জন্য। প্রতিপক্ষ ভারত বলেই কাজটা কঠিন হবে বাংলাদেশের।নারী সাফ চ্যাম্পিয়শিপের প্রথম দুই আসরের সাক্ষাতেই ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। ২০১০ সালে কক্সবাজারে হার ছিল অর্ধডজন গোলে। ২০১২ সালে কলম্বোয় হার ছিল ০-৩ ব্যবধানে।আফগানিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধানটা সুইনুদের প্রত্যাশাকেও ছাপিয়ে গেছে। দারুণ এক জয়ে বেড়ে যাওয়া আত্মবিশ্বাসই ভারতের বিপক্ষে কাজে লাগাতে চায় বাংলাদেশ দল। দলের প্রধান কোচ সুকিতাতে নোরিও প্রথম ম্যাচের চেয়ে ভাল খেলার আশাবাদ ব্যক্ত করেছেন। শুক্রবার বাংলাদেশ দল সকালে স্ট্রেচিং এবং বিকেলে ওয়ার্মআপ করেছে। অনুশীলনের পর স্থানীয় মিডিয়াকে সুকিতাতে বলেছেন, ‘ভারত শক্তিশালী দল। তবে আমরা ভাল ফুটবল খেলার চেষ্টা করব।’

Advertisement