দেশজুড়ে

বগুড়ায় ২৪ ঘণ্টায় আক্রান্ত-উপসর্গে ১৫ জনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আক্রান্ত হয়ে ১৩ এবং দুইজন উপসর্গে মারা যান।

Advertisement

শুক্রবার (৬ আগস্ট) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বগুড়া জেলার সরকারি দুই হাসপাতাল ও বাড়িতে মারা যাওয়া ওই ১৫ জনের মধ্যে ১১ জন বগুড়ার এবং বাকিরা অন্য জেলার।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৫১৩ নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২ জন। এর মধ্যে সদরের ৫৯, শাজাহানপুরের আট, সারিয়াকান্দির পাঁচ, কাহালুর পাঁচ, শেরপুরের চার, শিবগঞ্জে তিন, আদমদীঘির তিন, ধুনটের তিন, দুপচাঁচিয়া ও গাবতলীর একজন করে রয়েছেন।

Advertisement

এএইচ/এমএস