দেখতে দেখতে প্রায় শেষ দিকে পৌঁছে গেছে টোকিও অলিম্পিক। এরই মধ্যে শেষ হয়ে গেছে ১৩ দিনের খেলা। যেখানে স্বর্ণপদকের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে।
Advertisement
দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল চীন। কিন্তু সেই ব্যবধান কমিয়ে আনছে যুক্তরাষ্ট্র। এখনও পর্যন্ত সর্বোচ্চ ৩৪টি স্বর্ণ জিতেছে চীন। যুক্তরাষ্ট্র পেয়েছে ৩০টি সেরার পদক। তিন নম্বরে স্বাগতিক জাপান, তারা জিতেছে ২২টি স্বর্ণ।
আজ (শুক্রবার) গেমসের ১৪তম দিনে ১১টি ইভেন্টে রয়েছে পদকের লড়াই। এছাড়া সবমিলিয়ে অন্তত ২১টি ইভেন্টে খেলতে নামবেন ক্রীড়াবিদরা।
একনজরে দেখে নেয়া যাক আজকের অলিম্পিক গেমসের সূচি
Advertisement
অ্যাথলেটিকসপুরুষদের ৫০ কিমি. হাঁটা - রাত ২.৩০ মিনিটনারীদের ২০ কিমি. হাঁটা - দুপুর ১.৩০ মিনিটনারীদের জ্যাভলিন থ্রো - বিকেল ৫.৫০ মিনিটপুরুষদের ৫০০০ মিটার - সন্ধ্যা ৬.০০টানারীদের ৪০০ মিটার - সন্ধ্যা ৬.৩৫ মিনিটনারীদের ১৫০০ মিটার - সন্ধ্যা ৬.৫০ মিনিটনারীদের ৪*১০০ মিটার রিলে - সন্ধ্যা ৭.৩০ মিনিটপুরুষদের ৪*১০০ মিটার রিলে - সন্ধ্যা ৭.৫০ মিনিট
বিচ ভলিবলনারীদের ফাইনাল - সকাল ৮.৩০ মিনিট
বক্সিং পুরুষদের ৮১-৯১ কেজি ফাইনাল - বেলা ১২.০৫ মিনিট
সাইক্লিং ট্র্যাকনারীদের ম্যাডিসন ফাইনাল - দুপুর ২.১৫ মিনিটপুরুষদের স্প্রিন্ট ফাইনাল রেস - দুপুর ৩.৩৫ মিনিটপুরুষদের স্প্রিন্ট ফাইনাল ডিসাইডার - দুপুর ৩.৫০ মিনিট
Advertisement
ফুটবলনারীদের ফাইনাল - সন্ধ্যা ৬.০০টা
হকিনারীদের ফাইনাল - বিকেল ৪.০০টা
কারাতেপুরুষদের কাতা ফাইনাল - বিকেল ৪.৫০ মিনিটনারীদের কুমি ফাইনাল - বিকেল ৫.৪০ মিনিটপুরুষদের কুমি ফাইনাল - বিকেল ৫.৫০ মিনিট
মডার্ন পেন্থালননারীদের একক লেজার রান - বিকেল ৪.৩০ মিনিট
স্পোর্ট ক্লাইম্বিংনারীদের কম্বাইনড লিড ফাইনাল - সন্ধ্যা ৬.১০ মিনিট
টেবিল টেনিসপুরুষদের দলগত ফাইনাল - বিকেল ৪.৩০ মিনিট
রেসলিংপুরুষদের ফ্রি স্টাইল ৭৪ কেজি - বিকেল ৪.৩০ মিনিটপুরুষদের ফ্রি স্টাইল ১২৫ কেজি - বিকেল ৪.৩০ মিনিটনারীদের ফ্রি স্টাইল ৫৩ কেজি - বিকেল ৫.৫৫ মিনিট
এসএএস/এমএস