করোনা পরিস্থিতির কারণে বন্ধ থাকা কওমি মাদরাসা খোলার কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Advertisement
এর আগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মো. জোবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আগামী ১১ আগস্ট থেকে কওমি মাদরাসা খুলে দেয়ার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এরপরই শিক্ষা মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট জানিয়ে দেয় কওমি মাদরাসা খুলে দেয়ার অনুমতি দেয়া হয়নি।
এতে বলা হয়, দেশের কওমি মাদরাসা খুলে দেয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। অথচ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ জোবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ১১ আগস্ট থেকে দেশের সব কাওমি মাদরাসা খুলে দেয়ার অনুমতি দেয়া হয়েছে। যা সত্য নয়।
Advertisement
এমএইচএম/এসজে