দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৪০ জন এবং নারী ১২৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৯০২ জনে।
Advertisement
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া করোনার নমুনা পরীক্ষা ও শনাক্তের তথ্য-উপাত্তে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃত ২৬৪ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৭ জন রয়েছেন। আর সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে ১০ জনের মৃত্যু হয়েছে।
ঢাকা বিভাগের মধ্যে ঢাকা মহানগরে ৪৭ জন, ফরিদপুরে ৪ জন, গাজীপুরে ৭ জন, গোপালগঞ্জে ১ জন, কিশোরগঞ্জে ৪ জন, মাদারীপুরে ৩ জন, মানিকগঞ্জে ৪ জন, মুন্সিগঞ্জে ৪ জন, নারায়ণগঞ্জে ৩ জন, নরসিংদীতে ৪ জন, রাজবাড়ীতে ১ জন, শরীয়তপুরে ১ জন এবং টাঙ্গাইলে ৪ জনের মৃত্যু হয়।
ময়মনসিংহ বিভাগের ১০ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৭ জন, নেত্রকোনায় ১ জন, জামালপুরে ১ জন এবং শেরপুরে ১ জন রয়েছেন।
Advertisement
চট্টগ্রাম বিভাগে মৃত ৫৬ জনের মধ্যে চট্টগ্রাম জেলায় ১১ জন, কক্সবাজারে ২ জন, রাঙ্গামাটিতে ২ জন, খাগড়াছড়িতে ২ জন, ফেনীতে ৪ জন, নোয়াখালীতে ৭ জন, লক্ষ্মীপুরে ৩ জন, চাঁদপুরে ২ জন, কুমিল্লায় ১৬ জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় ৭ জন রয়েছেন।
রাজশাহী বিভাগের ১৯ জনের মধ্যে রাজশাহীতে ১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১ জন, নাটোরে ৪ জন, নওগাঁয় ১ জন, পাবনায় ২ জন, সিরাজগঞ্জে ৫ জন, বগুড়ায় ৪ জন এবং জয়পুরহাটে ১ জন রয়েছেন।
রংপুর বিভাগের ১৮ জনের মধ্যে রংপুর জেলায় ৭ জন, পঞ্চগড়ে ২ জন, লালমনিরহাটে ১ জন, ঠাকুরগাঁওয়ে ৪ জন, দিনাজপুরে ৩ জন এবং গাইবান্ধায় ১ জন রয়েছেন।
খুলনা বিভাগে মারা যাওয়া ৩৫ জনের মধ্যে বাগেরহাটে ২ জন, চুয়াডাঙ্গায় ৪ জন, যশোরে ৩ জন, ঝিনাইদহে ৬ জন, খুলনায় ২ জন, কুষ্টিয়ায় ৮ জন, মাগুরায় ৪ জন, মেহেরপুরে ৪ জন এবং নড়াইলে ২ জন রয়েছেন।
Advertisement
বরিশাল বিভাগে সর্বমোট ১৬ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে বরিশালে ৪ জন, ভোলায় ৩ জন, পিরোজপুরে ১ জন, বরগুনায় ৪ জন এবং ঝালকাঠিতে ৪ জন রয়েছেন।
সিলেট বিভাগে সর্বমোট ২৩ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে সিলেটে ১৪ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১ জন এবং মৌলভীবাজারে ৪ জন রয়েছেন।
এমইউ/এমএইচআর/জেআইএম