দেশজুড়ে

ময়মনসিংহে করোনায় আক্রান্ত ২ নবজাতক

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে দুই নবজাতক চিকিৎসাধীন রয়েছে। করোনার পাশাপাশি তারা নিউমোনিয়া রোগেও আক্রান্ত।

Advertisement

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত এক নবজাতকের বয়স ২৩ দিন। ওই নবজাতক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মানিক মিয়া ও নিলুফার সন্তান। অপর নবজাতকের বয়স ১৩ দিন। সে জেলার তারাকান্দা উপজেলার লিটন মিয়া ও রানু আক্তার দম্পতির সন্তান।’

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘গত জুলাই মাস থেকে এ পর্যন্ত হাসপাতালে ১০ নবজাতকের চিকিৎসা দেয়া হয়েছে। আট নবজাতক সুস্থ হয়েছে। বর্তমানে দুইজন চিকিৎসাধীন রয়েছে।’

Advertisement

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জেআইএম