লালমনিরহাটের চার্চ অব গর্ড উপসনালয়ের যাজক (ফাদার) তপন কুমার বর্মণকে ডাকযোগে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে জীবনের নিরাপত্তা চেয়ে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তপন কুমার।লালমনিরহাট সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জিডির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, বৃস্পতিবার বিকেলে তপন কুমার হত্যার হুমকির চিঠিটি পান। হত্যার হুমকি দিয়ে চিঠি দেয়ার পর চার্চে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি কারা এ হুমকি দিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।রবিউল হাসান/এসএস/এমএস
Advertisement