দেশজুড়ে

রংপুর বিভাগে করোনায় আরও ১৮ জনের মৃত্যু

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫০২ জন। এনিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগী ৪৬ হাজার ৯৮৮ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরে সাত, ঠাকুরগাঁওয়ে চার, দিনাজপুরে তিন, পঞ্চগড়ে দুই, লালমনিরহাট ও গাইবান্ধার একজন করে রয়েছেন।

Advertisement

এ সময়ে বিভাগে এক হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুরের ১৩৯, ঠাকুরগাঁওয়ে ৭৪, দিনাজপুরে ৭২, কুড়িগ্রামে ৬৫, পঞ্চগড়ে ৪৭, নীলফামারীতে ৪৪, গাইবান্ধায় ৪০ ও লালমনিরহাটে ২১ জন শনাক্ত হয়। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ৩০ দশমিক ৪৪ শতাংশ।

জীতু কবীর/এএইচ/এমকেএইচ