দেশজুড়ে

খুলনা বিভাগে করোনায় মৃতের সংখ্যা কমেছে, বেড়েছে শনাক্ত

খুলনা বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৪ জন। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৮১৭ জন।

Advertisement

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করে।

বিভাগে ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯ জন মারা গেছেন। বাকিদের মধ্যে যশোরে ছয়, খুলনা ও মেহেরপুরে চারজন করে, মাগুরা ও ঝিনাইদহে তিনজন করে, বাগেরহাট ও নড়াইলে দুইজন করে এবং চুয়াডাঙ্গায় একজনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় মারা গেছেন দুই হাজার ৫৫৪ জন। আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার ৬৯৩ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ৩২০ জন।

Advertisement

আলমগীর হান্নান/এএইচ/জিকেএস