দেশজুড়ে

নোয়াখালীতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নোয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার ও বিজয় মঞ্চ প্রাঙ্গণে ১৪ দিনব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে বিজয় মঞ্চে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাম্মেল হক মিলন আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন।অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এটিএম মহিব উল্যাহ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু তাহের, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মমতাজুল করিম বাচ্চু, সদর উপজেলা সংসদের কমান্ডার কামাল হোসনেসহ আরও অনেকে।মেলায় এরই মধ্যে বই, কারুপণ্য, খাবারসহ বিভিন্ন পণ্যের দুই শতাধিক স্টল বসেছে। মেলা চলাকালীন প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিজয় মঞ্চ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।মিজানুর রহমান/বিএ

Advertisement