ঝিনাইদহ সদর উপজেলার ২ নম্বর মধুহাটী ইউনিয়নে ‘মধুহাটী পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন’র উদ্যোগে বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন শুরু হয়েছে। বুধবার (৪ আগস্ট) বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মধুহাটী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
Advertisement
এদিন মধুহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল এ নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, করোনার ফ্রি নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য মধুহাটী পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগণের জন্য ইউনিয়ন পর্যায়ে টিকার ব্যবস্থা করেছেন, যা সত্যিই আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে টিকা নেব।
এ কার্যক্রমের বিষয়ে সংগঠনটির পক্ষে মাসুদ রানা বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে মধুহাটী পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। আমরা এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আজ এ কর্মসূচির আয়োজন করেছি। আমরা মধুহাটী ইউনিয়নের সবাইকে করোনা টিকার নিবন্ধন সম্পন্ন করে দিতে চাই। এছাড়া আমরা যেকোনো পরিস্থিতিতে মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।
এদিন সংগঠনটির পক্ষে মাসুদ রানা, সোহেল রানা সাকিব, গাফফার হোসেন, জাহিদ হাসান পারভেজ, মেহেদী হাসান সেতু, ইমরান হুমাইন, শাহাদাতুল মেরাজ, আলামিন, শহিদুল ইসলাম, অর্ঘ্য মুখার্জি ও রাকিবুল বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন কার্যক্রমে অংশ নেন।
Advertisement
জেএ/এমআরআর/এমএস