খেলাধুলা

নিজের সিদ্ধান্তেই তিনে সাব্বির

টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে বরিশাল বুলসের বিশেষ প্রত্যাশা ছিল সাব্বির রহমানের উপর। কিন্তু সে প্রত্যাশা পুরণ করতে পারছিলেন না তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে শুরু থেকেই ব্যর্থ ছিলেন এই তারকা। তবে এদিন ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে তিন নম্বরে নেমে দারুণ ব্যাটিং করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ম্যাচ শেষ জানালেন নিজের সিদ্ধান্তেই তিন নম্বরে ব্যাটিং করেছেন তিনি।শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান, “তিন নম্বরে নামা আমার নিজের সিদ্ধান্ত। আগের থেকেই চাচ্ছিলাম কিন্তু নিজের আত্মবিশ্বাস না থাকায় দল অন্যদের চাচ্ছিলো। এদিন নিজে জোর করে চেয়েছি। ভাগ্য ভালো ছিল তাই রান পেয়েছি।”তিন নম্বরে ব্যাটিং করার জন্য যুক্তি দেখিয়ে সাব্বির আরও বলেন, “মনে হচ্ছিলো পেস বোলারদের আমার খেলা উচিত। প্রথম ছয় ওভার আমার ব্যবহার করা উচিত। আমি নিজে আত্মবিশ্বাসী ছিলাম তাই ভালো হয়েছে।”প্রত্যেক ব্যাটসম্যানেরই একটা খারাপ সময় যায়। নিজের সে সময় যাচ্ছে বলে জানান সাব্বির। তবে ফর্মে ফেরার জন্য সামান্য বিশ্রাম না নিয়ে কঠিন অনুশীলন করছেন বলেও জানান এই ব্যাটসম্যান।এদিন রান পাওয়ায় আত্মতুষ্টিতে ভুগছেন না তিনি। জানান ভাগ্য সঙ্গে ছিল বলেই এমন উইকেটে রান পেয়েছেন। তবে খুব শিগগিরই নিজের চেনা রূপে ফিরবেন বলেও আশ্বাস দেন এই তারকা।আরটি/বিএ

Advertisement