দেশজুড়ে

একই ওয়ার্ডে বাবার পর চলে গেলেন ছেলেও

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর ১৯ ঘণ্টা পর মারা গেলেন ছেলেও। এমনই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে।

Advertisement

মৃতরা হলেন-শহিদুল ইসলাম (৫৪) ও তার ছেলে হাবিবুর রহমান বাদশা (৩৬)। বুধবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে ছেলে হাবিবুর মারা যান। তার আগে মঙ্গলবার (৩ আগস্ট) সকালে মারা যান শহিদুল ইসলাম।

বাবার মৃত্যুর আগে থেকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন হাবিবুর।

শহিদুল ইসলামের বাড়ি গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের হাজিপাড়ায়। একদিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

কাজিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬নং সদস্য (মেম্বার) রফিকুল ইসলাম মহন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাবিবুর রহমান বাদশা পলাশিপাড়া সমাজ সমিতির (পিএসকেএস) দামুড়হুদা অফিসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়েন। ঈদের দুদিন পর বাবাকে সঙ্গে নিয়ে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষা করান। রিপোর্টে পজিটিভ ধরা পড়লে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়।

ছেলেকে হাসপাতালে রেখে বাড়ি ফেরার দুদিন পর শহিদুল ইসলাম অসুস্থ হড়ে পড়লে তাকেও মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। করোনা পরীক্ষায় পজিটিভ হলে তাকে করোনা ওয়ার্ডে ভর্তি রাখা হয়।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মোখলেছুর রহমান জানান, হাবিবুর রহমান করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা যান। এর আগে গতকাল একই ওয়ার্ডে তার বাবা মারা যান।

Advertisement

আসিফ ইকবাল/এসআর/এমএস