করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পরিবারের ছয়টি প্রাণ ঝরে গেছে। এরমধ্যে তিন শিক্ষক, এক কর্মকর্তা, এক শিক্ষার্থী ও এক গাড়িচালক রয়েছেন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৫ জন শিক্ষক।
Advertisement
সর্বশেষ গত ২৬ জুলাই দিবাগত রাত ১টার দিকে ঢাকার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আক্রাম হোসাইন মজুমদার। তিনি গত ১৫ জুলাই সপরিবারে করোনায় আক্রান্ত হয়ে সেখানে ভর্তি হন। পরিস্থিতির অবনতি ঘটলে ২৫ জুলাই সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। ওইদিন রাত ১টার দিকে তিনি মারা যান। বর্তমানে তার স্ত্রী ও সন্তানরা সুস্থ আছেন।
তবে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ৫ মে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহও করোনায় মারা যান। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
Advertisement
শিক্ষার্থীদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শিব্বির আহমেদ। তিনি বিভাগের মাস্টার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ৯ জুলাই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
কর্মকর্তাদের মধ্যে মারা যান জামিনুর রহমান দুদু। তিনি বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের সহকারী রেজিস্ট্রার ছিলেন। গত ২৯ জুন মৃত্যুবরণ করেন তিনি।
গত ৪ জুলাই ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের চালক গোলাম সরওয়ার।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অধ্যাপক রাকিবা ইয়াসমিন, অধ্যাপক মোহাম্মাদ সোলায়মান, অধ্যাপক নাসিম বানু, অধ্যাপক রেজওয়ানুল ইসলাম (সপরিবারে), অধ্যাপক মাহবুবর রহমান, অধ্যাপক তপন কুমার জোদ্দার (সস্ত্রীক), অধ্যাপক রুহুল কে এম সালেহ, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিজানুর রহমান (সস্ত্রীক), অধ্যাপক রেবা মণ্ডল, অধ্যাপক নুরুন নাহার, অধ্যাপক নিলুফা আক্তার বানুসহ (সপরিবারে) বিশ্ববিদ্যালয়েরা ৪৫ জন শিক্ষক করোনায় আক্রান্ত চিকিৎসাধীন। এছাড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আইন বিভাগের অধ্যাপক শাহজাহান মণ্ডল।
Advertisement
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, বাংলাদেশসহ সারা পৃথিবী এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ও এর ব্যতিক্রম নয়। করোনাকালে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ছয়জনকে হারিয়েছি। যার ক্ষতি অপূরণীয়। তাদের চলে যাওয়াতে আমরা ব্যথিত।
রায়হান মাহবুব/এসআর/জেআইএম