দেশজুড়ে

সিসি ক্যামেরার আওতায় সিসিক’র ৪ নম্বর ওয়ার্ড

সিলেট সিটি কর্পোরেশন এলাকার ৪নং ওয়ার্ডে সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা বেস্টনি গড়ে তোলা হয়েছে। নগরের কোনো ওয়ার্ডে এটাই প্রথম উদ্যোগ। শনিবার সন্ধ্যায় এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. কামরুল আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, এটি শুধু ৪নং ওয়ার্ডে নয়, সিলেটের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে এই উদ্যোগ। নগরের প্রতিটি ওয়ার্ডে এমন উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।সিসিক’র প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান লোদী (কয়েস লোদী) এর উদ্যোগে প্রাথমিক পর্যায়ে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ১১টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এতে স্থানীয় হাউজিং এস্টেট এসোসিয়েশন ও সমাজসেবী ব্যক্তিগণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পরবর্তীতে প্রয়োজনমতো আরো ২০টি ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা রয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, দৈনিক জালালাবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল কাদের তাপাদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন হাউজিং এস্টেট এসোসিয়েশনের সভাপতি ডা. একেএম হাফিজ। অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট ক্রিকেট আম্পায়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ আরমান।ছামির মাহমুদ/এমএএস/আরআইপি

Advertisement