দেশজুড়ে

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে করোনা পরীক্ষা বন্ধ

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে করোনা পরীক্ষার ল্যাব ও পিসিআর মেশিনের যন্ত্রাংশে জীবাণুর সংক্রমণের কারণে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে।

Advertisement

মাইক্রোবায়োলজি বিভাগ ও ল্যাব প্রধান সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২ আগস্ট) বিকেলে পিসিআর মেশিনে করোনা পরীক্ষার জন্য ১২৩টি নমুনা দেয়া হয়। এতে ১১৫ জন পজিটিভ ফল আসে। তবে ফলাফল নিয়ে সবার সন্দেহ হয়। একই সঙ্গে পিসিআর টিউবে যেখানে ভাইরাসের উপস্থিতি একেবারেই থাকার কথা নয়, সেখানেও ভাইরাস পাওয়া যায়। পরে সব স্যাম্পল পুনরায় পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

বৃহস্পতিবারের (৫ আগস্ট) মধ্যে যন্ত্রাংশ এবং ল্যাবটি সম্পূর্ণ জীবাণু মুক্ত করে শুক্রবার (৬ আগস্ট) থেকে পুনরায় নমুনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

মো. আমিনুল ইসলাম/এএইচ/এএসএম