যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও সাতজন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় পজিটিভ হয়েছেন আরও ১৫০ জন।
Advertisement
বুধবার (৪ আগস্ট) যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার ৬৬৮ নমুনা পরীক্ষায় ১৫০ জন পজিটিভ হয়েছেন। এরমধ্যে যবিপ্রবির জিনোম সেন্টারে ৪৮৪ নমুনা পরীক্ষায় ১০৮ জন পজিটিভ হয়েছেন। এছাড়া জিন অ্যাক্সপার্টের মাধ্যমে ৯ জনের নমুনা পরীক্ষায় পাঁচজন এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৭০ নমুনা পরীক্ষায় ৩৭ জন শনাক্ত হয়েছেন। তবে খুলনা মেডিকেল কলেজে পাঁচজনের নমুনা পরীক্ষা হলেও কেউ পজিটিভ হয়নি।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার প্রায় ২২ ভাগ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৩৬৮। জেলায় মোট শনাক্ত হয়েছেন ১৯ হাজার ২৯৪ জন, সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৩২ জন।যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, যশোর হাসপাতালে করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ১২২ জন।
Advertisement
মিলন রহমান/এএইচ/এমকেএইচ