দক্ষিণ আফ্রিকায় এক সপ্তাহে নোয়াখালী জেলার চারজন প্রবাসীর মৃত্যু হয়েছে। গত ১৮ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুইজন, ক্যান্সারে একজন ও ডাকাতের হাতে খুন হয়েছেন একজন।
Advertisement
বুধবার (৪ আগস্ট) দক্ষিণ আফ্রিকা প্রবাসী কমিউনিটি নেতা গোলাম ছারওয়ার পারভেজ ও নিহতদের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চত করেন।
জানা গেছে, গত ১৮ জুলাই দেশটির ইস্টার্ন কেপ প্রদেশে ইসলাম হোসেন নামে নোয়াখালীর এক বাসিন্দা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন।
একই দিন নোয়াখালীর মাইজদীর এক বাসিন্দা দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশের ব্লুমফন্টেইনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে সেখঅনে চিকিৎসাধীন ছিলেন।
Advertisement
২৪ জুলাই পুমা লাঙ্গা প্রদেশের আমাসপোর্টে বোরহান উদ্দিন মানিক নামের একজন ডাকাতের হাতে খুন হন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা।
এছাড়া ২৬ জুলাই কেপটাউনে করোনা আক্রান্ত হয়ে নোয়াখালী জেলার মাইজদীর বাসিন্দা মেহেদী হাসান শিপলু মৃত্যুবরণ করেন।
ইকবাল হোসেন মজনু/ইএ/এএসএম
Advertisement