দেশজুড়ে

বীরগঞ্জে করোনায় প্রাণ গেল চিকিৎসকের

দিনাজপুরের বীরগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুদীপ্ত শর্মা নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৩ আগস্ট) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. সুদীপ্ত শর্মার বাড়ী উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামে।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহাসীন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) ডা. সুদীপ্ত শর্মা ১৬ জুলাই করোনা আক্রান্ত হন। এরপর থেকে তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে মঙ্গলবার ভোরে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে তিনি মারা যান।

Advertisement

তিনি আরও বলেন, ডা. সুদীপ্ত শর্মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে দীর্ঘ আট বছর কর্মরত ছিলেন।

এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম