রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি পুনরুদ্ধারে পাঁচ দফা দাবি জানিয়েছেন শিক্ষকরা।
Advertisement
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলামের কাছে দাবিগুলো পেশ করেন তারা।
স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়, বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের বিভিন্ন অনিয়মের কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যা মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকেও দারুণভাবে বিব্রত করেছে। কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্ষতিও হয়েছে বেশ।
দাবিগুলো হল- শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের করোনা ভ্যাকসিন প্রদানের মাধ্যমে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত, বিশ্ববিদ্যালয়ের গবেষণার বরাদ্দ বৃদ্ধি, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষক নিয়োগ একই সঙ্গে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ নীতিমালা তৈরিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা।
Advertisement
এ বিষয়ে জানতে চাইলে রাবি উপাচার্য (রুটিন দায়িত্বে) অধ্যাপক ড. সুলতান উল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের কল্যাণে শিক্ষকরা দাবিগুলো জানিয়েছেন। এর মধ্যে শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা কর্মচারীদের ভ্যাকসিনেটেড করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। বাকি দাবিগুলোর ব্যাপারেও দ্রুত উদ্যোগ নিবে প্রশাসন।
সালমান শাকিল/আরএইচ/এএসএম