দেশজুড়ে

ইসকন মন্দিরে হামলার ঘটনায় গাইবান্ধায় আটক ৫

দিনাজপুরের কাহারোল উপজেলায় ইসকন মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতারকৃত শরিফুলের গ্রাম থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ।শনিবার দুপুরে পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা বর্তমানে পলাশবাড়ী থানায় আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরো জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ইসকন মন্দিরে ধর্মসভা চলাকালে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় ঘটনাস্থল থেকে শরিফুল ইসলাম (২৪) নামে এক যুবক আটক হয়। আটক শরিফুলের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মহোহরপুর গ্রামে। জিজ্ঞাসাবাদের জন্য আটকদের মধ্যে শরিফুলের বাবা, তার বন্ধু ও প্রতিবেশি ইকবালসহ (৪৯) ৫ জনকে আটক করা হয়েছে। আটক ইকবাল মনোহরপুর কমিউনিটি হাসপাতালের স্বাস্থ্য সহকারী। তার বাড়ি থেকে সরকারি ওষুধ এবং কিছু আপত্তিকর ধর্মীয় বই উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। তদন্তের স্বার্থে আটক অন্যদের নাম প্রকাশে অনিহা প্রকাশ করেন পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান। অমিত দাশ/এমএএস/আরআইপি

Advertisement