খেলাধুলা

আগেই হেরে গিয়েছিলেন সাকিবরা

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে পাত্তাই পায়নি রংপুর রাইডার্স। ৭২ রানের বিশাল পরাজয়ের স্বাদ পেয়েছে দলটি। দলের এমন পরাজয়ের পর অধিনায়ক সাকিব আল হাসান জানান, কুমিল্লা ১৬৩ রান করার পর নিজের দলের কেউ বিশ্বাস করতে পারেনি তারা ম্যাচটি জিততে পারে। এছাড়া ব্যাটিং বা বোলিং কোনটাই ভালো হয়নি তাদের।শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমার কাছে মনে হয়, আমরা কোনটাই ভালো করিনি। যদি বোলিং দিয়ে শুরু করি তাহলে বলবো, আমরা শুরুটা ভালো করিনি। ওখানে ধারাবাহিকতাটা মিস হয়ে গেছে। ব্যাটিং করার জন্য উইকেট ততটা সহজ ছিল না। একই সঙ্গে আমরাও ওদের উইকেট তুলে নিতে পারিনি। যা আমাদের হতাশ করছিল। এ কারণে একটু কঠিন হয়ে গেছে। যখন প্রতিপক্ষ ১৬০ করে ফেলেছিল তখন আমার মনে হয় না আমাদের খেলোয়াড়রা বিশ্বাস করতে পারছিল যে ওটা চেজ করতে পারব।’এদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ভাগ্য সহয়তা করেছে বলে উল্লেখ করেন সাকিব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে সবচেয়ে বেশি যে জিনিসটা মনে হচ্ছে, ভাগ্য ওদের সহায়তা করেছিল। যেভাবে ইচ্ছা ব্যাট চালিয়েছে। যেটা ব্যাটে লাগেনি সেটা মিস করে গেছে। যেটা ব্যাটে লেগেছে সেটা ফাঁকায় পড়ছে অথবা বাউন্ডারি হয়ে গেছে।’তবে ভাগ্যের সহয়তা পেলেও বিপক্ষ দলকে ভালো খেলার প্রাপ্য সম্মান দিয়েছেন সাকিব। এ নিয়ে তিনি আরও বলেন, ‘অবশ্যই ইমরুল ভালো ব্যাটিং করেছে। যার ফলে শুরুতেই ওরা ভালো একটা ছন্দ পেয়ে গিয়েছিল। তারপরে যারা এসেছে, তারা ধারা বজায় রাখতে পেরেছে। অন্যদিকে আমরা সঠিক বোলিং করতে পারিনি। এই উইকেটে যত ভালো বোলিং করা উচিত ছিল স্পিনারদের, তা করতে পারিনি।’হারের জন্য নিজেদের বোলিংকেই বেশি কাঠগড়ায় তুলছেন সাকিব। তার মতে, ‘এটা কোনভাবেই ১৬০ করার মত উইকেট ছিল না। ২০-২২ রান বেশি দেওয়ায় ফলে ম্যাচ থেকে শুরুতেই ছিটকে গিয়েছি আমরা।’হারলেও ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়নি তাদের। ইলিমিনেটর রাউন্ডের জয়ী দলের সঙ্গে খেলে ফাইনালে ওঠার জন্য আরও একটি সুযোগ পাচ্ছে রংপুর রাইডার্স।আরটি/আইএইচএস/আরআইপি

Advertisement